৪ ছেলেই প্রতিষ্ঠিত, মা থাকেন অর্ধাহারে-অনাহারে: আদালতে মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নাটোর (সিংড়া) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ভরণ-পোষণ না দেওয়ায় ছেলেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বৃদ্ধা মা। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে নাটোরের সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আসামিদের প্রতি সমন জারি করেন। বৃদ্ধা আমেনা খাতুন (৮৪) নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
মামলার আসামিরা হলেন বাদীর চার ছেলে শেখ রাশিদুল ইসলাম, রেজাউল করিম, রমিজুল করিম ও আবু রায়হান।
আসামিরা প্রত্যেকেই সামাজিক ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত।
অভিযুক্ত শেখ মো. রাশিদুল ইসলাম চামারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রেজাউল করিম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, রমিজুল করিম ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আবু রায়হান পেশায় কলেজের প্রভাষক।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি অতিশয় বৃদ্ধা, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে চলনশক্তিহীন।
১৯৯১ সালের ৩০ ডিসেম্বর স্বামীর মৃত্যুর পরে অতিকষ্টে সর্বস্ব দিয়ে দারিদ্র্য মোকাবেলা করে সন্তানদের লালন-পালন করে শিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত করে তুলেছেন। সন্তান হিসেবে মায়ের প্রতি কোনো দায়িত্ব-কর্তব্য পালন করেন না আসামিরা। মায়ের কোনো খোঁজ-খবর নেন না। ভরণ-পোষণ চাইলেও দেন না।
এমনকি ভরণ-পোষণের দাবি করলে আসামিরা তুচ্ছতাচ্ছিল্য করে, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি-ধমকি দিয়ে মানসিকভাবে নির্যাতন করেন। এমনকি বৃদ্ধাশ্রমে রাখার হুমকি দেন।
ভুক্তভোগী আমেনা খাতুন জানান, বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় দিন কাটালেও অভিযুক্ত ছেলেরা তাকে ভরণ-পোষণ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।