৬ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ 

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর আজ সোমবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া হিলি পানামা পোর্টের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিক ছিল।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর সোমবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি ফের চালু হয়েছে। বন্দর অভ্যন্তরে ফিরেছে কর্মচাঞ্চলতা।এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ঈদ ও পহেলা বৈশাখে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।