
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৭০০ টাকার জন্য এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. ইমরান (৩২)। তিনি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ইমরানের সঙ্গে স্থানীয় বাসিন্দা মো. সানির দেখা হয়। সানি ৭০০ টাকা পেতেন ইমরানের কাছে। দেখা হওয়ার পর সানি টাকা চান ইমরানের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে সানি লোহার রড দিয়ে ইমরানকে পিটিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান সানি। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ৭০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সানিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।