অটোরিকশা চালক জিন্নাহ হত্যায় ‘কালা রাব্বি’ গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় জড়িত ফজলে রাব্বি ওরফে কালা রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গেন্ডারিয়া কবর স্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় ২৩ সেপ্টম্বর গেন্ডারিয়া থানায় তার ছেলে ইউসুফ হোসেন একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গেয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘাতককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে নিহতের ছেলে ইউসুফ উল্লেখ করেন, তার বাবা জিন্নাহ ২১ সেপ্টেম্বর রাতে জুরাইন এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। পোস্তগোলা এলাকা থেকে তার অটোরিকশায় অজ্ঞাত দুজন যাত্রী ওঠেন। তাদের নিয়ে গেন্ডারিয়া আঞ্জুমান কবর স্থান এলাকায় আসলে যাত্রীরা পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে বাবার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

ঢাকার গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খান বলেন, অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার কালা রাব্বিকে রোববার আদালতে তোলা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে রাব্বি। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।