বিনোদন ডেস্ক:
সম্প্রতি টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস। যদিও এখন পর্যন্ত অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির। বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন বুবলী। এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।
এবিষয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।’
এ দিকে অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পেছনে ‘পরোক্ষভাবে’ তার কোন হাত রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, “আমি কেন এসব ভাইরাল করতে যাবো। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নির একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।”