অনিয়মের বিষয়ে জানতে চাইলে দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কাজী মোর্শেদা কণার বিরুদ্ধে অনিয়মের তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার তুহিন।

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন মাদারীপুর জেলার পেশাদার সাংবাদিকরা এবং ওই নাগরিক কমিটির প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কাজী মোর্শেদা কণার নেতৃত্বে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে মাদারীপুর থেকে ঢাকা যায় নেতাকর্মীরা। এসময় যাতায়াতের জন্য দেওয়া বাস ভাড়া ও কর্মীদের খাবারের টাকা আত্মসাৎ করেছেন কণা। এই অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চাইলে ডাসার উপজেলার দুই সাংবাদিক ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার প্রতিনিধি শাহারিয়ার তুহিন ও ‘দৈনিক কালবেলা’ পত্রিকার প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলামকে হুমকি দেন তিনি।

সাংবাদিক শাহরিয়ার তুহিন বলেন, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে ডাসার উপজেলা থেকে নাগরিক কমিটির প্রতিনিধি ও নেতারা বাসযোগে ঢাকায় যায়। সম্মেলেন শেষে যাতায়াত বাবদ একাধিক বাস ভাড়া ও কর্মীদের খাবারের খরচ কেন্দ্রের থেকে গ্রহণ করেন কাজী মোর্শেদা কণা। সেই টাকা তিনি একাই আত্মসাৎ করেন। এমনকি নেতাকর্মীদের ফেলে রেখে তিনি পালিয়ে আসেন- এমন অভিযোগ ডাসার উপজেলা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের কাছ থেকে পেয়ে আমরা দুই সাংবাদিক বিষয়টি কাজী মোর্শেদা কণার কাছে জানতে চাই। এসময় তিনি তার রাজনৈতিক প্রভাব পরিচয় ব্যবহার করে আমাদের দেখে নেওয়ার হুমকি দেন এবং সংবাদ প্রকাশ হলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। এ ঘটনার পরে আইনি নিরাপত্তা চেয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কাজী মোর্শদা কণার বিরুদ্ধে থানায় একটি জিডি করেছি।

জাতীয় নাগরিক কমিটির ডাসার উপজেলা প্রতিনিধি সোহেল সরদার বলেন, যাতায়াতের জন্য ঢাকায় ৭টি বাস গেলেও তিনি ১১টি বাসের টাকা কেন্দ্র থেকে নিয়ে আসেন। তিনি চারটি বাসের হিসেব দিতে পারেননি। তার ব্যাপারে কেন্দ্রে জানানো হয়েছে। তার কর্মকাণ্ডে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে চলেছে।এ ব্যাপারে অভিযুক্ত জাতীয় নাগরিক কমিটির ডাসার প্রতিনিধি কাজী মোর্শেদা কণার কাছে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার বিরুদ্ধে আমাদেরই আরেকটি গ্রুপ ষড়যন্ত্র করছে। আমি ওইখান থেকে ৫ টাকাও খাইনি। বড় নেতা হতে গেলে অনেক কিছু সহ্য কর‍তে হয়। তাই আমি নিউট্রাল আছি। যারা এখন আমার বিরুদ্ধে এগুলো করতেছে তারা আমার কমিটিরই লোক, আমি তাদের মাফ করে দেব। তারা একদিন আমার কাছে ফিরে আসবে।

সাংবাদিকদের হুমকি দিলেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আমি কোর্টে গিয়ে বলব। সাংবাদিকের সঙ্গে আমার ঝামেলা হচ্ছে না সাংবাদিক আমাকে হুমকি দিছে সেটা তাদের সঙ্গে আমার বোঝাপড়া হবে। আগে আমার ঝামেলাটা শেষ হোক। তারপর সাংবাদিকের সঙ্গে আমি আলাদা করে বসব।

জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফায়েজুল কবির বলেন, সাংবাদকর্মীর তথ্যের প্রয়োজনে জানার অধিকার আছে। সেজন্য অপরাধ ঢাকতে তাদেরকে হুমকি প্রদান করবে এটা মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, শাহরিয়ার তুহিন ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্ব দিয়ে সাধারণ ডায়রির অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।