বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির এ সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফী। গেল ঈদে মুক্তি পায় তাঁর পরিচালিত ‘তুফান’। ছবিটিতে শাকিব খান থাকায় রাফীর ঝুলিতে যুক্ত হয় আরও এক সাফল্য। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তোলে এ ছবি। ঘোষণা আসে ‘তুফান টু’ নির্মাণ হবে এরপর। কিন্তু না, পরের ঈদে ‘তুফান টু’ হচ্ছে না বলেই জানানো হয় শাকিব খানের পক্ষ থেকে। এর পরই রাফী জানিয়ে দেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি। নাম ‘লায়ন’। ভারতের শ্যাডো ফিল্মসের সঙ্গে বাংলাদেশের আরও দুই প্রডাকশন হাউসের কাজ করার কথা এ ছবিতে।
কলকাতার গণমাধ্যম থেকেই এ খবর প্রকাশ্যে আসে। এর পরদিন দেশের গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে রাফী বলেন, ‘জিৎকে নিয়ে বিগ বাজেটের লায়ন নির্মাণ করছি। এ সিনেমায় ঢাকার শরিফুল রাজও থাকবেন। পুরোপুরি অ্যাকশন বেজ হবে এ সিনেমা। শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে। এখন সেই প্রস্তুতিই নিচ্ছি।’
ডিসেম্বর কাছাকাছি এলেও ‘লায়ন’-এর শুটিং ফ্লোরে যাওয়ার তেমন তোড়জোড় চোখে পড়েনি। ফলে সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সেখানকার সূত্রের বরাতে জানা যায় ডিসেম্বর মাসে তো নয়ই, আপাতত ‘লায়ন’ সিনেমার শুটিং না হওয়ারও তথ্য।
কী কারণে ‘লায়ন’ সিনেমার শুটিং থমকে যাচ্ছে– এমন প্রশ্নের উত্তর খুঁজলেও সদুত্তর মেলেনি। তবে সূত্র বলছে, বাজেটজনিত কারণেই থমকে রয়েছে ছবিটি। আরও সময় নিয়ে বড় আকারেই ‘লায়ন’ সিনেমা নির্মাণে নামা হবে মাঠে।
সূত্রের বরাতে পাওয়া তথ্যের সঙ্গে মিলছে না রাফীর বক্তব্য। সমকাল থেকে ‘লায়ন’ নিয়ে প্রশ্ন করা হলে ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান রাফী। জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন। ফলে অন্য সোর্সের বরাতে কথা হলে রাফী বলেন, ‘লায়ন সিনেমাটি হচ্ছে। তবে আমরা একটু সময় নিয়ে কাজটি করছি। বেশ বড় পরিসরে কাজটি করছি, সে কারণে সময় লাগছে। ২০২৫ সালেই মুক্তি পাবে এ সিনেমা।’
ভারতীয় অংশের প্রযোজকের সূত্রমতে, ২০২৫ সালে রোজার ঈদে ‘লায়ন’ মুক্তি পাচ্ছে না, সেটা নিশ্চিত। অন্যদিকে রাফীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, রোজার ঈদের জন্য এরই মধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন তিনি।