অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসী বাংলাদেশিদেরকে অভিযোগ জানানোর জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা সহজেই +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে (অফিস চলাকালে এবং স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ফোন করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছিল। সেই নম্বর পরিবর্তন করে হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করলো দুদক।
দুদকের এক কর্মকর্তা জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এর আগে গত বুধবার থেকে দুদকের এক কর্মকর্তার মোবাইল ফোনে কল করে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। ওইদিন থেকে অফিস চলাকালীন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শতাধিক অভিযোগ জানান। ওইসব ফোন কলের বেশিরভাগই ছিল জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত।
দুদক সূত্র জানায়, এসব অভিযোগের বেশিরভাগই দুদক আইনের তফসিলভুক্ত নয়।