বিনোদন ডেস্ক:
জীবনের প্রেরণাদায়ী গল্প নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম আওয়ার ক্যানভাসের উদ্যোগে শুরু হয়েছিল ‘ফেইস টু ফেইস’ শিরোনামে ব্যতিক্রমী টকশোর আয়োজন।এতে দেশের জনপ্রিয় সেলিব্রিটি ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ‘ফেইস টু ফেইস’ এর ৫০তম পর্ব সম্প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
৫০তম পর্বের মাইলফলক উপলক্ষ্যে বিশেষ পর্বটিতে অতিথি হিসেবে ছিলেন শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। তিনি নিজের কৈশোর থেকে ব্যবসায়িক নেতৃত্বের পালাবদল, সমসাময়িক বিভিন্ন সংকট ও সম্ভাবনার বিষয় নিয়ে কথা বলেছেন। আওয়ার ক্যানভাসের অনুষ্ঠান প্রধান ও ফেইস টু ফেইস উপস্থাপক জুনায়েদ হাবীব বলেন, আমরা এই শো-এর মাধ্যমে তারুণ্যের সাথে সফল কর্মবীরদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছি। আমাদের দেশের সফল মানুষদের নিয়ে আমরা দর্শকদের একেবারে কাছে পৌঁছাবার চেষ্টা করি। আয়োজকরা জানান, ‘ফেইস টু ফেইস’ প্রথম পর্ব থেকেই তারুণ্যের রুচিশীল চিন্তার প্রতি লক্ষ্য রেখে সময়ের অন্যতম চেইনমেকারদের আমন্ত্রণিত করে। যাতে আলোকিত ব্যক্তিদের অধ্যাবসায়ের অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মের অগ্রযাত্রাকে মসৃণ করা যায়।
মোট ৪টি সিজনে নিয়মিত প্রচারিত হয় এই টকশো। যেখানে অংশগ্রহণ করেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, প্যাডরেলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান, ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।