অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: শিবলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

ডেস্ক রিপোর্ট :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ব্যাট করতে নেমে ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে টাইগার যুবারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৪ রানে ১৫ রান করে সাজঘরে ফিরে যান জিসান আলম। তার বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার আশিকুর শিবলি। আরব আমিরাতের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন তারা। ১২৫ রানের জুটি গড়েন শিবলি-রিজওয়ান।

তবে দলীয় ১৩৯ রানে ৭১ বলে ৬১ রান করে আউট হন রিজওয়ান। তার বিদায়ের পর ক্রিজে আসা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শিবলি।

সাবলীল ব্যাটিংয়ে ১২৯ বলে সেঞ্চুরি তুলে নেন শিবলি। ৪২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশের যুবারা।