অন্য কাউকে ক্ষমতায় বসাতে ভারতে অর্থ ঢালে বাইডেন প্রশাসন, ধারণা ট্রাম্পের

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া ডলার বাঁচাতে চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি। এর মধ্যে ছিল ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ। এবার এই তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ামিতে (২০ ফেব্রুয়ারি) এক সামিটে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এখানে শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আপনাদের টাকা কোথায় যেত।

ট্রাম্প বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন দেশে নানা খাতে যে বরাদ্দ যেত সেইসব দেশের নাম ও কত পরিমাণ অর্থ যেত তা বলেন। বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এক পর্যায়ে ভারতের কথা বলেন।

ট্রাম্প বলেন, ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কেন ভারতে ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় তারা (বাইডেন প্রশাসন) অন্য কাউকে ভোটে জেতাতে চেয়েছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে।

 

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২০০০ ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!

এ ছাড়া গুয়েতামালা, কলম্বিয়া, নেপাল, লাইবেরিয়া, মালি, দক্ষিণ আফ্রিকায় যে বরাদ্দ দেওয়া হতো- সেসব তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প।