অপহরণের একমাস পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধারসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

সাইফুল ইসলাম:
গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণের একমাস পর সুনামগঞ্জ হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে অস্ত্র-গুলি ও ওয়াকিটকিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) রাতে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত একমাস আগে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে এর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, আলোচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতন চালিয়ে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। অপহরণের পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মেঘালয়ে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণচক্রের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। এরপর আজ বুধবার (২৪ জানুয়ারি) দিনভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামি উদ্ধার করা হয়েছে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে একমাস আগে অপহৃত শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।