অফফর্মে থাকা রোহিত-কোহলির অবসর প্রসঙ্গে যা বললেন গম্ভীর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ার কাছে দীর্ঘ ১০ বছর পর টেস্ট সিরিজে হেরেছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে। বিপরীতে দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত সিরিজে অফফর্মের জন্য দুই ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের প্রসঙ্গ বারবার আলোচনায় এসেছে। রোহিত তো শেষ টেস্ট থেকেই সরিয়ে নেন নিজেকে।
সিডনিতে আজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ৬ উইকেটে জিতেছে। এরপরই ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন কোচ গৌতম গম্ভীর। এ সময় তিনি রোহিত-কোহলির অবসর প্রসঙ্গ ও দলের সকল ক্রিকেটারকে একচোখে দেখার কথা উল্লেখ করেন। টেস্টে দুই সিনিয়র তারকার ভবিষ্যৎ কি হবে, সেটি তাদের হাতেই ছেড়ে দিয়েছেন গম্ভীর।
তিনি বলেন, ‘আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটি তাদের ওপর নির্ভর। আমি শুধু এটুকু বলতে পারি– তাদের (রোহিত-কোহলি) এখনও জয়ের ক্ষুধা আছে, খেলার প্রতিও তারা যথেষ্ট আবেগী। তারা শক্ত মানুষ। আশা করি তারা এমন মানসিকতা ধরে রাখবে। কিন্তু আমরা সবাই জানি তারা যে পরিকল্পনা–ই করবে, সেটি হবে দলের জন্য উত্তম।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে পাঁচ ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করেছেন কোহলি। যেখানে একটি সেঞ্চুরি করলেও, তার রান মাত্র ১৯০। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছাড়া বাকি সাত ইনিংসে কোহলির খেলা সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল কেবল ৩৬। অন্যদিকে, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতীয় অধিনায়ক রোহিত। এরপর তিন টেস্টে ব্যাট হাতে মাত্র ৩১ রান করেছেন। এমন অফফর্মের জন্য নিজেকে সরিয়ে নেন আজ সিডনিতে শেষ হওয়া পঞ্চম টেস্ট থেকে।
এভাবে একাদশ থেকে সরে যাওয়ায় রোহিতের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল। যদি কোনো অধিনায়ক কিংবা কোনো নেতা যদি দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে আমি ভুল কিছু দেখি না। তবুও বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে, এখানে দলই সবকিছুর ঊর্ধ্বে, দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণএ ছাড়া দলের কাউকে প্রাধান্য কিংবা কোনো ক্রিকেটারকে অন্যভাবে দেখেন না বলেও জোরালো কণ্ঠে বলেন ভারতীয় কোচ, ‘প্রত্যেকেই তার নিজের কাজটা জানে এবং পেশা হিসেবে এখানে ভালো করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যায়। তাই এটি আমার কিংবা আপনার দল নয়, দেশের দল। আমাদের ড্রেসিংরুমে অনেক সৎ ক্রিকেটার আছে যাদের ভালো করার ক্ষুধা আছে এবং সেটি মাথায় রেখে দলের জন্য অবদান রাখতে চায়। এক্ষেত্রে আমি নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখি না। কারও অভিষেক হচ্ছে, কেউবা ১০০ টেস্ট খেলে ফেলেছে ইতোমধ্যে, সবার প্রতিই আমার দৃষ্টি সমান।