নিজেস্ব প্রতিবেদক:
সহকর্মীদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে। একসঙ্গে কাজ করা, আড্ডা দেওয়া, চা খাওয়ার ফাঁকে কারো কারো মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। আবার কখনোবা একপাক্ষিকভাবে কোনো সহকর্মীকে কারো ভালোও লাগে। সে যাই হোক না কেন, সহকর্মীর প্রেমে পড়লে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। বিশেষ করে পোশাক আশাকের ব্যাপারে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। নয়তো একপাক্ষিক ভালো লাগা প্রেমে রূপান্তরিত নাও হতে পারে। আবার অল্প সময়ে গড়ে ওঠা সম্পর্কে সাধারণ কোনো ভুলে ভেঙেও যেতে পারে।
নারী সহকর্মীর হৃদয় জয় করতে খুব দামি পোশাক পরতে হবে, এমনটা নয়। পোশাক কীভাবে বহন করছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। খুব পরিচিত ও ভালো ব্র্যান্ডের পোশাক, ঘড়ি, জুতা পরলেই হবে না, কোথায় যাচ্ছেন সেই অনুযায়ী পোশাকও বেছে নিতে হবে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় কোনো রকম জামাকাপড় গলিয়ে চলে যাওয়ার অভ্যাস অনেক ছেলেরই আছে। কখন শার্ট গুঁজে পরবেন আর কখন ছেড়ে, কেমন প্যান্ট পরবেন, কী ধরনের প্রসাধনী ব্যবহার করবেন, সে বিষয়ে ধারণা থাকা জরুরি। নয়তো বেমানান লাগবে।
নারী সহকর্মীর সামনে নিজেকে স্মার্টভাবে উপস্থাপনের জন্য যেসব বিষয়ে সচেতনতা জরুরি
ক্স হাফহাতা শার্টের সঙ্গে টাই একেবারেই বেমানান লাগে। এই ধারণা অনেকেরই নেই। সহকর্মীকে পটাতে এই ভুল একেবারই করবেন না।
ক্স অফিসে কি টি-শার্ট পরেই চলে যান? টি-শার্ট নিঃসন্দেহে খুবই আরামদায়ক পোশাক, কিন্তু অফিসের জন্য একেবারেই মানানসই নয়। অফিসে ফুল হাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরা উচিত। বিভিন্ন নকশা করা শার্ট অফিসে না পরাই ভালো।
ক্স জুতা ও বেল্টের রঙেও সামঞ্জস্য থাকা চাই। যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। তাড়াহুড়া করে এক রঙের বেল্টের সঙ্গে অন্য রঙের জুতো গলিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। দেখতে মোটেও ভালো লাগে না।
ক্স ঢলঢলে শার্ট বা ব্লেজার অফিসের জন্য বেমানান। ঢলঢলে বা ব্যাগি শার্ট যে কোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। তেমনই বড় মাপের ব্লেজ়ারও দেখতে ভালো লাগে না। অফিসে যদি ব্লেজার পরতেই হয়, তা হলে সঠিক মাপের কিনুন। আপনার মাপের চেয়ে ছোট বা বড় কোনোটিই ভালো লাগবে না। আবার এমন পোশাক পরবেন না, যা শরীরের সঙ্গে এঁটে থাকে।
ক্স ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে পরতে বেশ পছন্দ করেন পুরুষেরা। তবে হাতা গোটানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, হাতা দু’টি যেন সমান ভাবে গোটানো হয়। অসমান ভাবে হাতা গোটালে দেখতে খারাপ লাগবে। অফিসের পোশাক যেন ইস্ত্রি করা থাকে সে দিকে নজর রাখা জরুরি।
ক্স বেমানান জুতো একেবারেই পরবেন না। যে ধরনের পোশাক পরছেন, সেই অনুযায়ী জুতো পরা উচিত। শার্ট-প্যান্টের সঙ্গে চটি বা স্পোর্টস শু পরে অফিস যাওয়া ঠিক নয়।
ক্স সাজগোজের পাশাপাশি সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিয়োডোর্যােন্ট লাগাতে ভুলবেন না। সারা দিন চনমনে থাকতে পোশাকের উপরেও সুগন্ধি ব্যবহার করুন।