অবরোধের সমর্থনে ফেনীতে ৬ গাড়িতে হামালা-ভাঙচুর, চালকসহ আহত ১০
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ফেনী প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা নবম দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিনে অবরোধের সমর্থনে ফেনীতে ছয়টি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ফেনীর ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন অবরোধকারীরা। এ সময় চলাচলরত আরও ৩টি অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চালকরা গাড়ি নিয়ে চলে যান। ভাঙচুরকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।