সাইফুল ইসলাম:
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় অবরোধ শুরুর আগেই মাত্র চার ঘন্টার ব্যবধানে রাজধানীতে ৬টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর ৩০ মিনিট পর রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে, রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ফলপট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে এবং রাত ১০টা ২৫ মিনিটের দিকে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে এবং রাত ১১টা ৩৮ মিনিটের দিকে মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা এবং স্থানীয় পরিবহন শ্রমিকরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এ ঘটনার ১০ মিনিট পরই রাত সাড়ে ৮টার দিকে গাবতলীতে গাবতলী এক্সপ্রেস পরিবহনে একটি বাসে আগুন লাগানোর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ঘটনার পর পরই স্থানীয় পরিবহন শ্রমিকরা আগুন নেভাতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
তালহা বিন জসিম, আরও বলেন, এ ঘটনার ৩০ মিনিট পর রাত ৯টার দিকে রাজধানীর ব্যস্ততম গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, পৃথক এসব ঘটনার রেশ না কাটতেই রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ফলপট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে রামপুরা এলাকার রিকশাচালক আব্দুল জব্বার নামে ওই বাসের এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে অপর ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তফা কামাল তোহা বলেন, পৃথক এসব ঘটনার রেশ না কাটতেই রাত ১০টা ২৫ মিনিটের দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে পৃথক এসব ঘটনায় দিবাগত রাত ২টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ে বাসের আসন-ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জামাদি ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যাত্রাবাড়ীর অনাবিল পরিবহনের বাসে আগুনের ঘটনার রামপুরা এলাকার রিকশাচালক আব্দুল জব্বার নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ছাড়া অন্য কোথাও আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও পরিবহন ব্যবসায়ীদের ধারণা, বিএনপি-জামাতেরর চতুর্থ দফায় ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্সূচির সমর্থনে অবরোধ শুরুর আগেই তাদের সমর্থকরা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে রাতের বেলা রাজধানীর ৬টি স্পটে যাত্রীবাহী ৬টি বাসে আগুন দিয়েছে। একই সঙ্গে তারা ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে বিষয়গুলো পৃথকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ।