অবশেষে আসছে ইনডালোর ‘উত্তর খুঁজছি দক্ষিণে’

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪

বিনোদন ডেস্ক:

শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অল্টারনেটিভ রক ঘরানার ব্যান্ড ইনডালোর দ্বিতীয় অ্যালবাম। শিরোনাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। গত দুই বছরে বেশ কয়েকবার শোনা গিয়েছিল এই অ্যালবাম প্রকাশের খবর। ব্যান্ডের নিজস্ব চ্যানেলে ‘কখন কীভাবে এখানে কে জানে’ ও ‘একান্ত গোলাপ’ শিরোনামের দুটি গান প্রকাশের পর অনেকের অনুমান ছিল, দ্বিতীয় অ্যালবাম প্রকাশে খুব একটা সময় নেবেন না ইনডালো সদস্যরা। কিন্তু সেই অনুমান সত্যি বলে প্রমাণ হয়নি।

মাঝে কেটে গেছে দীর্ঘ সময়। অবশেষে এবার এই অ্যালবাম প্রকাশের ঘোষণা এসেছে ব্যান্ডের সদস্যদের কাছ থেকেই। তারা জানিয়েছেন, চলতি বছরের শেষ প্রান্তে ইনডালোর দ্বিতীয় অ্যালবাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ প্রকাশ পাবে। প্রকাশনা পিছিয়ে দেওয়া হতে পারে, যদি দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি চোখে না পড়ে। তবে আবারও বিরূপ পরিস্থিতির মুখোমুখি হবেন না বলেই তাদের বিশ্বাস। আর বিশ্বাস থেকেই আগামী ডিসেম্বরে অ্যালবাম প্রকাশের কথা ভাবছেন তারা।
ইনডালো ব্যান্ডের সদস্যরা আরও জানিয়েছেন, মোট ১১টি গান দিয়ে সাজানো হচ্ছে তাদের এবারের অ্যালবামটি। গানগুলো হলো– ‘দিশাহীন ঘোড়ার পিঠে’, ‘অ্যাম্বুলেন্স’, ‘ঘুড়ি’, ‘উত্তর খুঁজছি দক্ষিণে’, ‘একান্ত গোলাপ’, ‘একান্ত গোলাপ’ ইত্যাদি। তাদের প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’-এ কোনো শিরোনাম গান ছিল না। তবে ‘কখন কীভাবে এখানে কে জানে’ শিরোনামে দুই বছর আগে যে গানটি তৈরি করা হয়েছিল, সেটি থাকছে ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবামে।
এ আয়োজনের বেশির ভাগ গানের কথা লিখেছেন ব্যান্ডের গিটারিস্ট ও কণ্ঠশিল্পী জুবায়ের। নিজস্বতা ধরে রেখে ব্যান্ডের প্রতিটি সদস্য সম্মিলিতভাবে সুর ও সংগীতায়োজন করেছেন। প্রথম অ্যালবামের মতো এবারের আয়োজন শ্রোতাদের মনোযোগ কাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

দ্বিতীয় অ্যালবাম প্রকাশে এতটা সময় নেওয়া প্রসঙ্গে ব্যান্ডের কণ্ঠশিল্পী জন কবির বলেন, “প্রতিটি শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড সদস্যদের চাওয়া থাকে, কাঙ্ক্ষিত একটি সময়ে অ্যালাবাম প্রকাশ করার। আমারও চেয়েছি, সবকিছু পরিকল্পনামাফিক শেষ করে ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবামের গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু সব কাজ শেষ করার পর প্রকাশের জন্য কাঙ্ক্ষিত সময়ের দেখা পায়নি। কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে জনমনে অস্থিরতা চলছিল। সে সময়ে মানুষ নিজেকে নিয়ে ভাবনে না বিনোদনের পসরা খুঁজবে– সে প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছিল। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যালবাম প্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে আমরা সে সময়ের জন্য প্রতীক্ষায় ছিলাম, তা অনেকটা নাগালে চলে এসেছে। তাই আশা করছি, শিগগিরই শ্রোতাদের কাছে আমাদের নতুন সংকলনটি পৌঁছে দিতে পারব।”