বিনোদন ডেস্ক:
রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘তাহার নামটি মায়া’ নাটকটি অল্প সময়েই মনোযোগ কেড়ে নিয়েছে দর্শকের। একই সঙ্গে আলোচনায় ছিল এই নাটকে দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুলের গাওয়া ‘জীবন সাথী’ গানটি। অবশেষে অনলাইনে নতুন করে এলো এই গানের অডিও-ভিডিও।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে গানের ভিডিওটি। ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী জুটি অভিনীত দৃশ্য নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক রাফাত মজুমদার রিংকু নিজেই। অন্যদিকে শিল্পী ইমরান মাহমুদুল নিজ ইউটিউব চ্যানেলে আলাদাভাবে গানের অডিও শেয়ার করেছেন।
‘জীবন সাথী’ গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। নাজির মাহমুদের সুরে গানের সংগীতায়োজন করেছেন সজীব। এ আয়োজন নিয়ে শিল্পী কনা বলেন, ‘জীবন সাথী’ গানটিতে কণ্ঠ দেওয়ার পর থেকে এখনও মনে অনুরণন তুলে যাচ্ছে। অল্প সময়েই এটি হয়ে উঠেছে আমার প্রিয় গানের একটি। ইমরানের সঙ্গে অডিওর পাশাপাশি সিনেমা ও নাটকে জুটি বেঁধে অনেক প্লেব্যাক করেছি। যাঁর অনেক গানই এখনও শ্রোতামুখে ফিরছে। আমার বিশ্বাস ‘জীবন সাথী’ গানটিতে সেইসব ভক্ত-শ্রোতার মনে আলাদা জায়গা করে নেবে।’
কনার পাশাপাশি ইমরানও গানটি নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন।