অবশেষে দালাই লামার কাছে গেলেন কঙ্গনা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

বিনোদন ডেস্ক রিপোর্টঃ 

আসন্ন নির্বাচন ঘিরে ভারতের হিমাচলে বিজেপির প্রার্থী হিসেবে ভোট প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজেকে ‘মান্ডিকন্যা’ বলেই প্রচারে নেমেছেন কঙ্গনা। আর এরই মধ্যে কঙ্গনা পেলেন সুবর্ণ সুযোগ। দেখা করলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন কঙ্গনা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুবই ভাগ্যবতী। দালাই লামার দর্শন পেলাম। আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটা। দালাই লামা জানালেন, তিনি হিমাচলকে ভালোবাসেন। ভারতকে ভালোবাসেন। সত্যিই আমি গর্বিত।’

এছাড়া কঙ্গনা এখন কোমর বেঁধে ভোটপ্রচারে নেমেছেন। মাইক হাতে মান্ডির নানা জায়গায় বক্তব্য রাখছেন। গত শুক্রবার এমনই এক সভা থেকে নারীশক্তি নিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন কঙ্গনা।তার কথায়, ‘এই লড়াই শুধু আমার নয়। এই লড়াই আমাদের সবার। এই লড়াই নারী সম্মানের লড়াই। এই লড়াই হিমাচলের সম্মানের। আর এই লড়াই আমরা জিতবই।’