অবশেষে নির্দেশনায় পরিবর্তন আনলো ঢাকা জেলা সিভিল সার্জন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
অবশেষে আগের অবস্থান থেকে সরে এসেছে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস। নতুন অফিস বিজ্ঞপ্তিতে তারা গণমাধ্যমকে ‘নির্দেশক্রমে’ শব্দের বদলে ‘অনুরোধ’ শব্দ যোগ করেছে।
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশন এলাকা ছাড়া স্বাস্থ্য বিষয়ক যে কোনও তথ্যের জন্য সংবাদ মাধ্যমে সিভিল সার্জন এবং উপজেলা ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
একইসঙ্গে ছবি তোলা ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হল।
এর আগে গতকাল ৮ জুলাই দেওয়া চিঠিতে ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ দেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান।
চিঠিতে তিনি বলেন, ঢাকা জেলার হাসপাতালগুলোতে বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনও প্রকার প্রিন্ট মিডিয়ার কাছে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনও ধরনের তথ্য আদান প্রদান বা মন্তব্য না করার অনুরোধ করা যাচ্ছে।
একইসঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার ‘নির্দেশক্রমে’ অনুরোধ করা যাচ্ছে। এসব কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। কোনও তথ্য উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে ঢাকা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো।