নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিয়মিত অভিযানের পর ৯টি ইউনিয়নের বিভিন্ন উপজেলার বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি- কৃষির টপসয়েল কাটা থামানো যাচ্ছে না।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলার গৌড়স্থান এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড এবং উপজেলার চুনতি, কলাউজান, পদুয়া,রাজঘাটা ও আমিরাবাদ এলাকা থেকে ১লাখ ঘনফুট বালু জব্দ এবং জমির টপসয়েল কাটায় ৩ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও ৪টি গাড়ি জব্দ করা হয়।
সর্বেশষ ৫ জানুয়ারি বিকালে উপজেলার আমিরাবাদ এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি খেকোরা পালিয়ে গেলেও একটি স্কেভেটর জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন ও জমির টপসয়েল কাটছে একটি প্রভাবশালী মহল। অভিযান চালানোর খবর পেয়ে তারা পালিয়ে যায়। রবিবার আমিরাবাদ এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধ অভিযান চালিয়ে ১ টি স্কেভেটর জব্দ করা হয়।
এর আগে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ১লাখ ঘনফুট বালু জব্দ এবং জমির টপসয়েল কাটার দায় ৩ জনকে ৪লাখ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত রয়েছ বলে তিনি জানান।