ক্রীড়া ডেস্ক :
সরাসরি চুক্তিতে তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি সেভাবে। আসর জুড়েই ব্যর্থ ছিলেন। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন এই ওপেনার। তার ৫৬ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৬ বল হাতে রেখেই সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগাং কিংসের বিপক্ষে ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিটটাও কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ ফ্র্যাঞ্চাইজিটির অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাওহিদ হৃদয়। টাইগার এই ব্যাটার লিখেছেন, সেদিন “ডৎরঃবৎ’ং ইষড়পশ” নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
তামিমসহ অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় আরও বলেন, রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশী দেখেছি। তবে তার থেকে বেশী অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। ঞধসরস ওয়নধষ ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।
ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদের ও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।