
ক্রীড়া ডেস্ক:
আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলা নতুন কিছু নয় অভিষেক শর্মার জন্য। তবে শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে যেন পুরোনো রূপেই ফিরলেন এই তরুণ ভারতীয় ব্যাটার। মাত্র ৫৫ বলে গড়া ১৪১ রানের বিধ্বংসী ইনিংসে একের পর এক রেকর্ড গড়েছেন অভিষেক, সানরাইজার্স হায়দরাবাদের হয়েও গড়েছেন নতুন ইতিহাস।
পাঞ্জাবের বিপক্ষে অভিষেকের ১৪১ রানের ইনিংসটি আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল লোকেশ রাহুলের, যিনি ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। সবমিলিয়ে আইপিএলের ইতিহাসে অভিষেকের ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। তালিকায় তার উপরে আছেন কেবল ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*) ও ক্রিস গেইল (১৭৫*)।
এদিন অভিষেক তুলে নিয়েছেন হায়দরাবাদের হয়েও এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সেরা ইনিংস ছিল ডেভিড ওয়ার্নারের ১২৬ রান। ১৪টি চার ও ১০টি ছক্কায় সাজানো অভিষেকের ইনিংস থেকে এসেছে ১১৬ রান বাউন্ডারি থেকে, যা হায়দরাবাদের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ। এই দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জনি বেয়ারস্টোর ৯০ রানের পুরনো রেকর্ড। একইসঙ্গে অভিষেক হায়দরাবাদের জার্সিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের করে নিয়েছেন। তার ১০ ছক্কা ছাপিয়ে গেছে ওয়ার্নারের ৮ ছক্কার রেকর্ড।
ম্যাচটিও আইপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে। হায়দরাবাদ ও পাঞ্জাব মিলিয়ে মোট রান হয়েছে ৪৯২, যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় ষষ্ঠ। পাশাপাশি দুই দলের লড়াইয়ে এটিই সর্বোচ্চ রান।
২৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ, যা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শীর্ষে আছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের করা ২৬২ রান।