অর্থ আত্মসাতের দায়ে খুলনার সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

খুলনা প্রতিনিধি: 

করোনা পরীক্ষা বাবদ আদায় করা ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খুলনার বর্তমান সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সাবেক সিভিল সার্জন (বর্তমানে গোপালগঞ্জে সিভিল সার্জন হিসাবে কর্মরত) ডা. নিয়াজ মোহাম্মাদসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এস এম মুরাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ, মো. রওশন আলী, ক্যাশিয়ার তপতী সরকার। করোনাকালে নমুনা পরীক্ষার জন্য এ অর্থ আদায় করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকতা দুদক খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান সমন্বিত জেলা কার্যালয়ে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে মামলা হয়।

চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ছয় আসামি পরস্পর যোগসাজশে সরকারি রশিদ বইয়ের বাইরে হাসপাতালের বুথে ডুপ্লিকেট রশিদ বই ব্যবহার করে বিদেশগামী যাত্রী ও সাধারণ মানুষের করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করেন। নমুনার সংখ্যা ফরওয়ার্ডিংয়ে বসিয়ে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হয়। ল্যাবের রিপোর্ট প্রকাশ করে রোগীদের মধ্যে সরবরাহ করা হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা কম দেখিয়ে সেই অনুযায়ী ইউজার ফি’র টাকা সরকারি কোষাগারে জমা দেয়। অর্থাৎ প্রকৃত আদায়কৃত ইউজার ফি’র সম্পূর্ণ টাকা জমা না করে ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়। যা তাদের তদন্তে প্রমাণিত হয়েছে।