বিনোদন ডেস্ক রিপোর্টঃ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। বর্তমানে সন্তান এবং কাজ নিয়ে বেশ আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই বোঝা যায় বেশ খোশমেজাজে আছেন নায়িকা।শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে বেশ আলোচনা-সমালোচনা।
এদিকে সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তিনি ফেসবুকে লেখেন, ‘আমি খুব অবাক নামিদামী পত্রিকারও আজব আজব হেডলাইন দেখে। খুব বিরক্ত, রাগান্বিত। জাস্ট কিছু রিচ বাড়ানোর জন্য আপনাদের এমন টেকনিক আমাকে বিব্রত করতেছে। সবাই তো নিউজ পড়ে না, জাস্ট হেডলাইন দেখেই জাজ করে ফেলে। এই অশান্তি আর ভাল্লাগে না। উফফ!’ দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মাহি তার একমাত্র সন্তান ফারিশকে নিয়েই আছেন।