এবার ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এরই মধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। এই সিনেমাটি মুক্তির আগে অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছিলেন তমা মির্জা।
তিনি বলেছিলেন, ঈদের জন্যই পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। এখন যদি অন্য কাজ শুরু করি, তা হলে সুড়ঙ্গের প্রচারণা বিঘ্নিত হবে। তাই ঈদের আগে আপাতত সিনেমাটির প্রচার ছাড়া অন্য কোনো কাজ করব না।
তবে এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুক্রবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তমা। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
জানা গেছে, বেশ কয়েক দিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।
‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।