অস্থায়ী কনস্যুলার থেকে পাসপোর্ট নবায়ন সেবা দেওয়া হবে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস রাউশি এলাকায় অবস্থিত অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্র থেকে আগামী ১৪ ও ১৫ অক্টোবর পাসপোর্ট নবায়ন সেবা দেবে।
লেবাননের স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস নর্থ বৈরুতের রাউশি এলাকায় অবস্থিত অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্র থেকে প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত সময়ে জরুরি সেবা প্রদান করছে।
আগামী ১৪ ও ১৫ অক্টোবর (সোম ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত দূতাবাসের অস্থায়ী সেবাকেন্দ্র থেকে পাসপোর্ট নবায়ন সেবা দেওয়া হবে।
দূতাবাস থেকে ইতোমধ্যে প্রস্তুত হওয়া পাসপোর্ট সংগ্রহ করা যাবে। আগ্রহী ব্যক্তিদের দূতাবাসের হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ (হোয়াটসএপ) যোগাযোগ করে সেবা গ্রহণের অনুরোধ করা হলো।