নিজেস্ব প্রতিবেদক:
অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাতপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে।
আগামীকাল সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের একটি ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। পরে সচিবালয়ে সাংবাদিকসহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।