বিনোদন ডেস্ক:
অভিনেত্রী হিসেবে শুরু থেকেই আলোচনায় ছিলেন তানজিম সাইয়ারা তটিনী। দিন দিন তাঁর ভক্ত-অনুসারী যেমন বেড়েই চলেছে, তেমনি পরিচালকরা তাঁকে নিয়ে নির্মাণ করে যাচ্ছেন নাটক, টেলিছবি। গত দুই বছরে রেকর্ড সংখ্যক নাটকে অভিনয় করে তটিনী সময়টাকে নিজের দখলে নিয়েছেন বলেও অনেকের অভিমত। যে কারণে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এবং স্বৈরশাসকের পতনের পর টিভি চ্যানেলগুলো নতুন আঙ্গিকে তাদের অনুষ্ঠানমালা সাজানো শুরু করেছে। টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে প্রকাশ করা শুরু করেছে তাদের নির্মিত নাটকগুলো।
ইউটিউবে সদ্য প্রকাশিত নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রশিদুর রহমান। এতে তটিনীর বিপরীতে আরও একবার অভিনয়ে দেখা যাবে খায়রুল বাসারকে। অভিনয়ে আরও আছেন সমাপ্তি মাসুক, নাফিজ আহমেদ, আনন্দ খালেদ প্রমুখ। গ্ল্যামার আর অনিন্দ্য অভিনয়ের মধ্য দিয়ে তটিনী এ সময়ের অগণিত দর্শকের মনোযোগ কেড়েছেন। ছোটপর্দার আনাগোনাও চোখে পড়ার মতো। সে কারণেই ‘নতুন বাংলাদেশ’ সূচনায় এর ইউটিউব আয়োজনে তাঁর নাটক বেছে নেওয়া।
তটিনীও জানিয়েছেন, এটা অন্যরকম ভালো লাগার বিষয়, দর্শকের কথায় নির্মাতারা ও প্রকাশকরা তাদের নতুন আয়োজনে তাঁকে নিয়ে ভাবছেন। তাই ভালো কাজের মধ্য দিয়ে চেষ্টা করে যাবেন, দর্শকের এই ভালো লাগা, ভালোবাসার প্রতিদান দিতে।
এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় অনেকের মতো তাটিনীও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ছোটপর্দার পাশাপাশি পা রেখেছেন ওটিটি দুনিয়ায়। শিগগিরই তাঁকে আরও বেশ কিছু নাটক ও সিরিজে ভিন্ন ধাঁচের গল্প-চরিত্রে দেখা যাবে।