অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে রাজবাড়ীতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলের (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার পাংশা উপজেলা মাছপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে রাজেশ স্টোরকে ৪ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রমেশ স্টোরে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কালিপদ সুইটসে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশের এএসআই মো. আসলাম হোসেন।