অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল সেমাই, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

ফেনী প্রতিনিধি:

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও নকল লোগো ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে

ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সেমাই প্রস্তুতকারক বি‌ভিন্ন প্রতিষ্ঠানে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা প‌রিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও প্যাকেটজাতের মতো ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকাণ্ডের অ‌ভিযোগে মেসার্স হক ফুড প্রোডাক্টস‌ নামের এক‌টি প্রতিষ্ঠানকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৪ ধারায় এক লাখ টাকা জ‌রিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর করিমুল হকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে শহরের রামপুর এলাকায় জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।