আইপিএল ইতিহাসে এমন ধারাবাহিকতা আগে দেখা যায়নি

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

রাজস্থান রয়্যালের শেষ উইকেটের পতন ঘটল দলীয় ১৫৯ রানে। ৬৯৬ দিন পর আইপিএলে ২০ ওভারের মাঝে অলআউট হলো দলটা। সেইসঙ্গে টানা ২০০ রানের দৌড় থামলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগের ইতিহাসে নতুন যে ইতিহাস দেখা গিয়েছিল, সেটার শেষ হলো রাজস্থানের গতকালের ওই ইনিংসে। আইপিএলের এবারের আসরে রাজস্থানের ইনিংসের আগে টানা ৭ ইনিংসে ছিল ২০০ পেরুনো দলীয় সংগ্রহ। এর আগে আইপিএলের কোনো আসরে টানা ৬ ইনিংসেও দুইশ পেরুনো স্কোর দেখা যায়নি।

এবারের আসরে দলীয় দুইশ রানের ধারাবাহিক দৌড় শুরু হয় বেঙ্গালুরু এবং মুম্বাই ম্যাচের মধ্য দিয়ে। সেই ম্যাচ বেঙ্গালুরু আগে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ২২১ রান। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস থামে ২০৯ রানে। পরদিন দিনের প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে তুলেছিল ২৩৮ রান। প্রতি উত্তরে কলকাতা নাইট রাইডার্স গিয়েছিল ২৩৪ পর্যন্ত।

ইতিহাসটা রচিত হয়েছিল এরপরের ম্যাচে। যেখানে পাঞ্জাব কিংস তাদের তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্যের ব্যাটে ভর করে তুলেছিল ২১৯ রান। জবাবে চেন্নাই সুপার কিংসের ইনিংস যায় ২০১ রান পর্যন্ত।

টানা ৭ম ইনিংস হিসেবে দলীয় ২০০ রান পার হয়েছে গুজরাট টাইটান্সের ইনিংসের সুবাদে। সাই সুদর্শনের ৮২ রানের সঙ্গে জশ বাটলার এবং শাহরুখ খানের ৩৬ রানের দুই ইনিংস তাদের ইনিংস টেনে নেয় ২১৭ পর্যন্ত। আর তাতেই আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো টানা ৭ ইনিংসে দেখা গিয়েছে দলীয় ২০০ রান। সবমিলিয়ে এবারের আসরে মাত্র ২২ ম্যাচেই দেখা গেল ১৫টি ২০০ পেরুনো ইনিংস। অথচ ২০১৮ আসরে ৬০ ম্যাচ মিলে দেখা গিয়েছিল মোটে ১৫টি ২০০ ছাড়ানো ইনিংস। সবচেয়ে বেশি ২০২৪ সালে ৪১ বার দুইশ পেরুনো ইনিংস দেখেছে আইপিএল।