![আইপিএল দল গুজরাটের মালিকানায় আসছে পরিবর্তন](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/75-2.jpg)
ক্রীড়া ডেস্ক :
২০২১ সালে আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজি নেয়ার জন্য বিড করেছিল টরেন্ট গ্রুপ। তবে যে রাজ্য থেকে নিজেদের উত্থান, সেই গুজরাটের আইপিএল দল পাওয়া হয়নি তাদের। বিড ছিল লখনৌ দলের জন্যেও। সেটাও হয়নি। বছর চারেক পর ২০২৫ সালে এসে ঠিকই নিজেদের লক্ষ্যটাকে স্পর্শ করছে গুজরাট টাইটান্স। পুরোপুরি কব্জায় না নিলেও টরেন্ট গ্রুপ এবারে গুজরাটের বড় একটি অংশই কিনে নিতে যাচ্ছে। আইপিএল ২০২৫ শুরুর আগেই গুজরাট টাইটানসের মালিকানায় বড় এই পরিবর্তন আসতে চলেছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, এবার যুগ্ম মালিকানায় আইপিএলে অংশ নেবে গুজরাট টাইটানস।
জানা গেছে, আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ গুজরাট টাইটানসের ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। যদিও এই শেয়ার কেনাবেচার চূড়ান্ত মূল্য এখনও নির্ধারিত হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনও এখনো মেলেনি, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ এগিয়ে চলছে।
বর্তমানে দলটির মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালসের হাতে। ২০২১ সালে তারা ৫ হাজার ৬২৫ কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। একই সময়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। টরেন্ট গ্রুপ সেই সময় তারা গুজরাট ফ্র্যাঞ্চাইজির জন্য ৪ হাজার ৬৫৩ কোটি টাকা বিড করেছিল।
একইসঙ্গে লখনৌ ফ্র্যাঞ্চাইজির জন্য ৪ হাজার ৩৫৬ কোটি টাকার দর হাঁকে। তবে বিডিংয়ে পাত্তা পায়নি তারা। ৪ বছর পর সিভিসির থেকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনতে চলেছে টরেন্ট গ্রুপ।
গুজরাট টাইটানস ২০২২ সালে আইপিএলে অভিষেক করেই চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর, ২০২৩ সালে দলটি আবারও ফাইনালে উঠেছিল, তবে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। ২০২৪ সালে ৮ নম্বরে থেকে আসর শেষ করে গুজরাট টাইটানস।