আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক সন্ধ্যায়, হতে পারে নির্বাচন পরিচালনা কমিটি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জাহাঙ্গীর আলম :
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আজ। তফশিল ঘোষণার আগে এ সভা অত্যন্ত গুরুত্ব বহন করছে। এ সভা থেকেই গঠিত হতে পারে দলটির নির্বাচন পরিচালনা উপকমিটি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবে এ বৈঠক।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি, উপকমিটি গঠন এবং দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের অগ্রগতিসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গুছিয়ে এনেছে তারা। এমন প্রেক্ষাপটে নির্বাচনের দুই মাসের কম সময় হাতে থাকতে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের কয়েক নেতা।
তাদের ভাষ্য, তফসিলের পরপরই আওয়ামী লীগ সর্বাত্মক নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এ বৈঠক থেকে নির্বাচন প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসবে।