আওয়ামী লীগের দায় নেবেন না সোহেল তাজ

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র সোহেল তাজ বলেছেন, যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিয়ে আওয়ামী লীগ পরিচ্ছন্ন হলে তখন চাইলে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে তাজউদ্দীন আহমেদের মেয়ে শারমিন আহমেদ বলেছেন, তরুণরা মানুষের সেবা করতে চাইলে তাদের পাশে থাকবেন তিনি।

শনিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘শতাব্দীর কন্ঠস্বর তাজউদ্দীন আহমদ, কন্যার চোখে পুত্রের চোখে’— শীর্ষক আলোচনা সভায় তাজউদ্দীন আহমেদের সন্তানরা এ সব কথা বলেন।
ঐতিহ্য প্রকাশনী আয়োজিত এই অনুষ্ঠানে শারমিন আহমেদের লেখা ‘নেতা ও পিতা’ বইটি পূর্বের তুলনায় কমমূল্যে নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে।

সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ সংগঠন হিসেবে যখন আত্মসমালোচনা শুরু করবে, আত্মোপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ড স্বীকার করে আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে তারপরে তারা যদি চায় আমি নেতৃত্বে আসব।
সোহেল তাজ আরও বলেন, ১৯৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিল মিটিংগুলোতে বারবার তাজউদ্দীন আহমেদ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন। তিনি দুর্নীতি ও ব্যবস্থাপনা ও দলীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। আমার মাও তার জায়গা থেকে অনেকবার অসম্মান হওয়া সত্ত্বেও প্রতিবাদ করেছেন। ৩ নভেম্বর জেল হত্যার মাধ্যমে প্রমাণ হয় আমার বাবা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।

শারমিন আহমেদ বলেন, তরুণরা যদি মানুষের সেবা করতে সামনে এগিয়ে যেতে চায় তাহলে আমরা পাশে আছি। কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি রাজনৈতিক দল করার চিন্তাভাবনা নেই। বড় রাজনীতি হলো মানুষের সেবা করা। আমরা মানুষের সেবা দিচ্ছি।

তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস অনুসন্ধান করার আহ্বান জানিয়ে শারমিন আহমেদ বলেন, অনেক পিলারের ওপর ইতিহাস দাঁড়ায়। কিন্তু তারা একটা বঙ্গবন্ধু পিলারের ওপর সব কিছু দাঁড় করিয়ে দিলেন, একজন নেতার একটা ন্যারিটিভেই উনারা সীমাবদ্ধ ছিলেন। তিনি তাজউদ্দীন আহমেদ ও মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম সোহেল তাজ এবং শারমিন আহমেদের হাতে ‘নেতা ও পিতা’ বইয়ের এ নতুন সংস্করণের কপি হাতে তুলে দেন।