আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন। রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।

জানা গেছে, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোঁড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলম।

এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের রায়পুরাসহ আশাপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে…