আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধর

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির কিছু নেতাকর্মী অবস্থান নেন। এ সময় বেলা ১টায় রাশেদ হায়দার নামে এক যুবক জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে বিএনপির নেতা কর্মীরা তাকে আটকে মারধর শুরু করে।

প্রায় ১৫ মিনিট ধরে যুবককে মারধরের ঘটনা ঘটে। জানা যায়, রাশেদ হায়দারের বাড়ি নারায়ণগঞ্জ। এক পর্যায়ে তাকে মারতে মারতে গুলিস্তানের জিরো পয়েন্টে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়।
এর আগে রোববার বেলা ১০টার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছু যুবককে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখা যায়। তখন বিএনপির নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে তাদের পেটাতে শুরু করে। একজনকে পেটানোর সময় পুলিশকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, শনিবার শহীদ নূর হোসেন দিবসে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার পরপরই অন্তর্র্বতী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মসূচি পালন করছে না। তবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে এদিন বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। আওয়ামী লীগের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।