আওয়ামী লীগ রোববার বিক্ষোভ মিছিল করতে পারবে কিনা, জানালেন প্রেস সচিব
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
‘আওয়ামী লীগ এখন যে রূপে (কারেন্ট ফর্ম) আছে, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।’
রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেনকে স্মরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ডাক প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার এ কথা জানান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পোস্টে তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত ও মিছিল করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। অন্তর্র্বতী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না।’
এর আগে রোববার বেলা তিনটায় শহীদ নূর হোসেন দিবসে (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলটি এই কর্মসূচির ঘোষণা দেয়। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে।