নিজস্ব প্রতিবেদক:
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে।
এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো একাধিক উপদেষ্টা। এটি চার অথবা পাঁচজন হতে পারে। রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন উপদেষ্টারা আজ শপথ নিতে পারেন বলেও জানা গেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।