আখেরি মোনাজাতের দিন পাঁচটি স্পেশাল ট্রেন চলবে: রেলমন্ত্রী

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

ডেস্ক রিপোর্ট :

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের দিন পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রেল ভবনের সভাকক্ষে এক ব্রিফিংয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

রেলমন্ত্রী জানান, ইজতেমা উপলক্ষে সব আন্তঃনগর মেইল ও কমিউটার ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। সব ট্রেন টঙ্গি স্টেশনে ৩ মিনিট করে বিরতি দেবে।

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব (জোবায়ের) অনুষ্ঠিত হবে ২-৪ ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব (সাদ) অনুষ্ঠিত হবে ৯-১১ ফেব্রুয়ারি।