নিজেস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এ নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হলো হারানো নির্বাচনি ব্যবস্থা ফিরিয়ে আনা। আমরা এ সুযোগ হারাতে চাই না।’
রোববার (২৬ জানুয়ারি) রংপুরে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিগত সময়ের নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেননি। এবার নিরপেক্ষ, দক্ষ ও ক্ষমতায়িত অফিসারদের দায়িত্ব দেওয়া হবে।
তিনি সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেন, ‘সমভাবে ভোট আয়োজনের জন্য যা যা করার, সেটি করা হবে। এই নির্বাচনের সুযোগ আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ভোটার তালিকা সম্পর্কে কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্ভুল ভোটার তালিকার গুরুত্ব অপরিসীম। বর্তমানে ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং রয়েছে এনআইডি সংশোধনের জন্য। জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্যের জন্য ৬০ শতাংশের বেশি তথ্যদাতা দায়ী।’
রংপুরে নারী ভোটারের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। ইউএনডিপির সহযোগিতায় ২ জুনের মধ্যে এই কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’