আজও সচিবালয়ে জড়ো হয়েছেন পদ-পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজও ভিড় জমিয়েছেন পদ-পদোন্নতিবঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও তারা সচিবালয়ে ভিড় জমান, বৈঠক করেন।
বুধবার (০৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদ হারিয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, সেসব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ভিড় জমিয়েছেন। তারা বিএনপি-জামায়াতপন্থি বলে পরিচিত।
দেখা যায়, এসব কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা বৈঠকও করছেন।
এর আগে, সকাল ৯টায় নির্ধারিত সময়ে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। আজও গেটে পুলিশের কাউকে দেখা যায়নি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। কিন্তু এদিন রুমগুলো ফাঁকা পড়ে ছিল। রুমের সামনে থেকে নেম-প্লেটগুলোও সরানো হয়।