আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান তাজুল সস্ত্রীক কারাগারে

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

গ্রাহকের ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় আজিজ কো-অপারেটিভ কর্মাস অ্যান্ড ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী আফরোজা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা হয়। এর মধ্যে এক গ্রাহকের ৫৬ লাখ ও আরেক গ্রাহকের ৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ আনা হয়। এরপর আদালত মামলা দুটি রমনা মডেল থানাকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। থানা এজহার হিসেবে মামলা দুটি গ্রহণ করেন। মামলা দুটি বর্তমানে তদন্তাধীন।