আজীবন সংগ্রামী ছিলেন স্যামসন এইচ চৌধুরী

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

আজীবন সংগ্রামী ছিলেন বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী। একই সঙ্গে ছিলেন দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ও সত্যিকারের দেশপ্রেমিক। গতকাল রোববার রাতে পাবনা প্রেস ক্লাব আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যাপক শিবাজিত নাগ, সদ্য বিদায়ী সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মুক্তার হোসেন, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন মিয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের অধ্যাপক মুহাম্মদ হাবিবুল্লাহ, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, লায়ন ইউনুস আলী বিশ্বাস প্রমুখ।

স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। ২০১২ সালের ৫ জানুয়ারি মারা যান স্যামসন এইচ চৌধুরী। সভার শুরুতে পাবনা প্রেস ক্লাবের সম্মানীয় জীবন সদস্য স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।