আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল, নয়াপল্টনে মিছিল

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

নিজেস্ব প্রতিবেদক:

কোটা আন্দোলনের দাবির সফল বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আজ থেকে ‘সর্বাত্মকভাবে রাজপথে’ থাকার কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমাবার (১৫ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের আন্দোলনে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে।’

ছাত্রদলের সভাপতি বলেন, ‘ছাত্রদল আন্দোলনরত সব শিক্ষার্থীকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস অর্থাৎ অবৈধ ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচারভিত্তিক একটি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে।’
বুধবার সারা দেশে বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সোমবার তাদের ওপর ছাত্রলীগসহ পুলিশের হামলার প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) সারা দেশের বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনের পর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোঁরার মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়।