নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৩৩ হাজি। আজ রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফ্লাইনাসের ফিরতি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা সব হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল বিমানবন্দরের কাস্টম হল সংলগ্ন বিমানের কাউন্টার থেকে জমজমের পানি সরবরাহ করা হয়। এসময় বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগতভাবে হাজিরা নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হয়।
নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি দেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।