আজ পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি-সাজেক

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

নিজস্ব  প্রতিবেদক:

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে প্রায় দেড় মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য মঙ্গলবার থেকে খাগড়াছড়ি ও সাজেক পর্যটন কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাহাড়ে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংস ঘটনার কারণে গত ৮ থেকে ৩১ অক্টোবর ও সাজেকে ২৪ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনার কারণে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়িতে ও বান্দরবানে স্থানীয় প্রশাসন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে। গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। মঙ্গলবার থেকে খাগড়াছড়ি ও সাজেক পর্যটন কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে বান্দরবান পর্যটন কেন্দ্র নিষেধাজ্ঞা থাকায় এখনও সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এছাড়া খাগড়াছড়ি ও সাজেক পর্যটন কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন উক্ত সহিংসতার প্রতিবাদে সড়ক ও নৌপথ অবরোধের কারণে সাজেকে গত ২৪ সেপ্টেম্বর থেকে তিন দিন আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। পরে তাদের নিরাপত্তা বাহিনীর পাহারায় নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্য পৌঁছে দেওয়া হয়। পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এড়াতে গত ২৫ সেপ্টেম্বর থেকে তিন দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। ফলে পর্যটকদের সাজেক ভ্রমণের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ ইত্যাদি।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সাজেক পর্যটনে নিষেধাজ্ঞা জারি থাকায় প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এবারের মৌসুমে শারদীয় দুর্গাপূজায় লম্বা ছুটি ছিল। কিন্তু ওই সময়ে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় পুরোপুরি ক্ষতির সম্মুখীন হয়েছি। তিনি এত বড় ক্ষতি পুষিয়ে উঠতে সরকারকে প্রণোদনা ব্যবস্থার করারও অনুরোধ জানান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, মঙ্গলবার থেকে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতের প্রত্যাহার করা হয়েছে। পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে আর নিরাপত্তা ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, মঙ্গলবার থেকে খাগড়াছড়িতে পর্যটকদের ওপর ভ্রমণ নিরুৎসাহিতের প্রত্যাহার করা হয়েছে। এর আগে যেরকম পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই রকমই নিরাপত্তা দেওয়া হবে।