আড়াইহাজারে আগুনের ঘটনায় আরও এক নারীর মৃত্যু

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সায়েমা (৪০)। এর আগে আজ সকালে মারা যান কানিজ খাদিজা নিপা (৩৫)। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ এ দাঁড়িয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও দুই জন। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি বলেন, আগুনে সায়েমার দেহের ৯০ শতাংশ ঝলসে যাওয়ায় জরুরি প্রয়োজনীয় চিকিৎসা দিয়েও শেষপর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর আগে আজ সকাল প্রায় পৌনে ৮ টায় মারা যান দগ্ধ কানিজ খাদিজা নিপা। তার শরীরও ৯০ শতাংশ ঝলসে ছিল। বার্ণ ইউনিটে এখনও চিকিৎসাধীন রয়েছেন নিহত নিপার মা হাসিনা মমতাজ (৬০) ও নিহত সায়েমার স্বামী সোহান (৪৫)।

ডাক্তার তরিকুল ইসলাম বলেন, দগ্ধ দুইজনের মধ্যে হাসিনার দেহ ৫৫ শতাংশ, সোহানের ৯৯ শতাংশ ঝলসে গেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে  আড়াইহাজারের সদর উপজেলার দীঘিরপাড় এলাকার  একটি বাসার চতুর্থ তলায় গ্যাস থেকে বিষ্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে মা-মেয়েসহ চারজন দগ্ধ হয়েছেন।

নিহত নিপার বোন ইভা ইসলাম জানিয়েছেন, কানিজ খাদিজা আড়াইহাজার কলেজের পাশে দীঘিরপাড় এলাকায় একটি বাসায় একাই ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো। পাশের রুমে থাকতো একই কারখানার সুপারভাইজার। গতকাল শুক্রবার তার মা হাসিনা মমতাজ তার বাসায় গিয়েছিল তাকে দেখতে রাতে ছিলেন, আমিও গিয়েছিলাম রাতে খবার খেয়ে চলে আসি, পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সংবাদ পাই সেখানে বিকট শব্দ হয়ে আগুন লেগেছে। গিয়ে দেখি আমার মা-বোন ও তাদের পাশের রুমের পোশাক কারখানার সুপারভাইজার সোহান ও তার স্ত্রী সায়েমা চার জনই পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিয়ে আসি। ধারনা করা হচ্ছে, সে বাসায় যে কোনভাবেই গ্যাস লিকেজ থেকে ঘটনাটি ঘটেছে। ঐ বাসায় গ্যাসের লাইন ও সিলিন্ডার দুই লাইনই ছিল। জানা যায়, আড়াইহাজার উপজেলার গোপালদী কেসোয়ার মোল্লার মেয়ে ছিলেন কানিজ খাদিজা নিপা।