আড়াইহাজারে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫


সাইফুল ইসলাম:

 

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ডাকাতি চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে মুকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গণপিটুনিতে নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।

 

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতির বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। এসময় ৭/৮ জন পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হন মুকুল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।