
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগের তার বিছিন্ন করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনিছুর রহমান উজ্জলতা গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে। তিনি গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া ও মেরামতের কাজ করতেন।
প্রতিবেশীদের থেকে জানা যায়, আনিছুর রহমান গত মঙ্গলবার সকাল ৯টায় তার গ্রামের এক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করার জন্য খুঁটিতে উঠে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষনা করেন।
থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।